গোমস্তাপুর থানার উদ্যেগে ঐতিহাসিক ৭মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাঁতি সংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে
রোববার বিকেলে গোমস্তাপুর থানা চত্ত্বরে কেক কাটা,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গোমস্তাপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস। এ সময় অন্যান্য অতিথিদেরর মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন রেজা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির,রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন,পার্বতীপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খান,উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী চুটু মাস্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।