নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকান্ডের সন্দেহভাজন আসামি বেলাল হোসেন ওরফে পাংখা বেলালকে গ্রেফতার করেছে পিবিআই।
জানা যায়, ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বসুরহাট ডাক বাংলো শহিদ নুরুল হক বীরউত্তম অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে উপজেলা আ.লীগের উদ্যোগে মিছিল নিয়ে বসুরহাটে রূপালী চত্বরে আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে বসুরহাট বাজার থেকে পিবিআই বেলাল হোসেন ওরফে পাংখা বেলালকে গ্রেফতার করে। পাংখা বেলাল চরফকিরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পাংখা বেলাল কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী বলে জানা যায়। তার গ্রামের বাড়ি উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে। বেলাল আবুধাবী প্রবাসী ইব্রাহিম মিয়ার ছেলে।
এর সত্যতা নিশ্চিত করেছেন, পিবিআই এর তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মুন্সী। তিনি বলেন, মুজাক্কির হত্যা মামলার সন্দেহভাজন আসামীদের গ্রেফতার অব্যাহত রয়েছে।
ইতিপূর্বে সাংবাদিক মুজাক্কিরকে মাদক স¤্রাট হাছান ইমাম রাসেল, গিয়াস উদ্দিন রনি গং হত্যার চেষ্টা করেছে। তারা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে বসুরহাট বাজারে।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারী শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আ.লীগের দু’গ্রুপ ও পুলিশের ত্রিমূখী গোলাগুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার রাত সাড়ে ১০টায় সে মৃত্যুবরণ করে। তার মৃত্যুর ঘটনায় ২২ ফেব্রুয়ারী সকালে তার পিতা নোয়াব আলী মাষ্টার অজ্ঞাতদের আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেদিন বিকেলে এ হত্যা মামলার তদন্তভার পিবিআই এর হাতে হস্তান্তর করা হয়। পিবিআই এর তদন্তে মুজাক্কিরের ক্যামরা ও মোবাইলের মেমোরি কার্ড পাওয়া যায়নি এবং চাপরাশিরহাট বাজারে ৯টি সিসি ক্যামেরার মধ্যে ৩টিতে ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।