ঐতিহাসিক ৭ই মার্চে রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালন করা হয়। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আ.লীগের উদ্যোগে আয়োজনে পৃথক পৃথক এ কর্মসূচি পালন করা হয়। দু’গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে শনিবার রাত থেকে রোববার সারাদিন কোম্পানীগেঞ্জ থমথমে অবস্থা বিরাজ করছে। র্যাব, পুলিশ সতর্ক অবস্থায় পুরো কোম্পানীগঞ্জে টহল দিচ্ছে।
উপজেলা আ.লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল এর সঞ্চালনায় শোভাযাত্রা শেষে বসুরহাট ডাক বাংলো শহিদ নুরুল হক বীরউত্তম অটিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, নোয়াখালী জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু, সেতুমন্ত্রীর ভাগিনা মাহবুব রশিদ মঞ্জু, ফখরুল ইসলাম রাহাত, মুছাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মাহফুজুল হক চৌধুরী, চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন, চরপার্বতী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, চরফকিরা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক কচি, চরকাঁকড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক শাহ পরান লিংকন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চে ১৮মিনিটের বক্তব্যে মহাকাব্য রচনা করেছেন।
মিজানুর রহমান বাদল মেয়র আবদুল কাদের মির্জার উদ্দেশ্যে বলেন, ১৯৯৬ সাল থেকে ২০২১সাল পর্যন্ত ২৫ বছর আমরা একটা ব্যক্তির কাছে জিম্মি হয়ে রয়েছি। ৪৭ বছর তিনি আ.লীগের রাজনীতি করেছেন। তার এ ৪৭ বছরের রাজনৈতিক জীবনে ৪৭হাজার নেতাকর্মীকে দল থেকে বিতাড়িত করেছেন। আপনার এ অপরাজনীতির কারণে আজ আপনার বিরুদ্ধে গণবিষ্ফোরণ ঘটেছে। আমরা এখন থেকে নেতার পূঁজা করব না, নীতির পূঁজা করব।
অপরদিকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে রোববার সকালে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর মূরালে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ৭ই মার্চের কার্যক্রম শুরু করা হয়। এরপর বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কাদের মির্জার ঘোষিত কমিটির কোম্পানীগঞ্জ উপজেলার আ.লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, বসুরহাট পৌরসভা আ.লীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক প্রফেসর গোলাম ছারওয়ার, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহীদুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু প্রমুখ।
৭ই মার্চ উপলক্ষে সকালে বঙ্গবন্ধু চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আমার বিরুদ্ধে সকল অপশক্তি একজোট হয়েছে। আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব আজ দিশেহারা, এসকল অপশক্তি ও ষড়যন্ত্রকারীদের খপ্পরে পড়ে আজকে তার (ওবায়দুল কাদের) উস্কানিতে, মদদে ডাক বাংলোয় সমাবেশ করছে। অথচ আমাদের দল কেন্দ্রীয়ভাবে সমাবেশ বন্ধের ঘোষণা করেছেন। ওবাদুল কাদের তার আধিপত্য বিস্তারের জন্য আমাকে বাঁকা চোখে দেখছেন।