আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১ টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে পিরোজপুর জেলার ৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই দিন। নির্বাচন কমিশন ইতোমধ্যে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ, প্রার্থিতা বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ। পিরোজপুর জেলার ৭ টি উপজেলায় ১১ এপ্রিল প্রথম ধাপে ৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে নাজিরপুর উপজেলার মাটিভাংগা, মালিখালী, নাজিরপুর ও সেখমাটিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে।