পিরোজপুরের নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা ছাত্রদলের নতুন কমিটির উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক এইচ. এম. শামিম হাওলাদারের নেতৃত্বে উপজেলা বাসষ্ট্যান্ডে এ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সদস্য সচীব তারিক আব্দুল্লাহ বাপ্পি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় কমিটি ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে থাকা টিম নেতাদেরকে অভিনন্দন জানিয়ে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।