পিরোজপুরের নাজিরপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ওই দিন সকালে উপজেলা পরিষদের ভীতর মুক্তিযোদ্ধা সংসদের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহারিয়ায় ফেরদাউস রুনা, নাজিরপুর কলেজের উপধ্যক্ষ মো. মুজিবুর রহমান প্রমুখ। এ ছাড়া এ উপলক্ষে চিত্রাংকন, কবিতা আবৃত্তি সহ বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষনের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।