সরাইলে মহিলা এমপি উম্মে ফাতেমা নাজমা বেগমকে প্রধান অতিথি করায় ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জন করলেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। পুষ্ফস্তবকও অর্পণ করেছেন বঙ্গবন্ধুর পৃথক ম্যুরালে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভাটি ১ জন মুক্তিযোদ্ধার অংশগ্রহণে পরিষদ মিলনায়তনে আর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শতাধিক মুক্তিযোদ্ধার অংশগ্রহণে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। শেষের দিকে মুক্তিযোদ্ধাদের সমাবেশে যোগদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। বিলম্বের জন্য মুক্তিযোদ্ধাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ইউএনও। সূত্র জানায়, ১৯৭১ সালের পর এই প্রথম সরকারি সিদ্ধান্তে ৭ই মার্চ জাতীয় ভাবে পালিত হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা হচ্ছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলকে সম্পৃক্ত করে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথি করেন সংরক্ষিত মহিলা আসনের (৩১২) এমপি উম্মে ফাতেমা নাজমা বেগমকে। বিষয়টি জেনে বেঁকে বসেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল। কারণ ২০১৯ সালের ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানে ইউএনও’র ঘোষণার পরও দুইজন মুক্তিযোদ্ধাকে উত্তোরীয় পড়াননি। এ ঘটনায় অপমানিত বোধ করেন মুক্তিযোদ্ধারা। ওই সময় থেকেই মুক্তিযোদ্ধারা মহিলা এমপি’র যেকোন অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল ৭ই মার্চের অনুষ্ঠান বর্জন করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল রোববার সকাল ১০টায় তারা উপজেলা চত্বরে না গিয়ে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্ফস্তবক অর্পণ করেন। আর শহিদ মিনার চত্বরে শতাধিক মুক্তিযোদ্ধাসহ ৩ শতাধিক লোকের সমাবেশ করেন। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ নজরূল ইসলাম, আ.লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুর রাশেদ, বীর মুক্তিযোদ্ধা মো. আরব আলী, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, জেলা পরিষদ সদস্য মো. পায়েল হোসেন মৃধা, যুবলীগের সাবেক সভাপতি মো. মাহফুজ আলী প্রমূখ। উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য কাজী মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূঁইয়া ও সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: মো. নোমান মিয়া। ওদিকে একই সময়ে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম। সেখানে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ ও আ.লীগের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন। সাবেক কমান্ডার ইসমত আলী ও ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন বলেন, তিনি এমপি। সকলের অভিভাবক। ব্যক্তিগত ভাবে কারো সাথে সমস্যা থাকতেই পারে। কিন্তু মুক্তিযোদ্ধা সংসদ এটা সমষ্ঠিগত বিষয়। ২০১৯ সালের বিজয় দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্য হিসেবে আমরা ওঁর কাছ থেকে ভাল আচরণ আশা করেছিলাম। দুইজন মুক্তিযোদ্ধাকে সেইদিন উত্তোরীয় না পড়িয়ে অপমান করেছেন। তাই মুক্তিযোদ্ধারা বাধ্য হয়ে ওঁর (এমপি’র) সকল অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। ওই ঘটনাটির নিস্পত্তি না হওয়া পর্যন্ত ভবিষ্যতেও ওঁর (মহিলা এমপি’র) সকল অনুষ্ঠান বর্জন করেই যাব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, মুক্তিযোদ্ধাদের আলাদা অনুষ্ঠান করবে এটা আগে জানতাম না। পরে জেনে আমি তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। সরকারি অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাসহ সকলকেই দাওয়াত করেছি। আসা না আসা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়।
সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম মুঠোফোনে বলেন, আমি সরকারি অনুষ্ঠানে গিয়েছি। মুক্তিযোদ্ধারা আলাদা অনুষ্ঠান করেছেন এটা তাদের বিষয়। অনুষ্ঠান বর্জনের বিষয়ে তিনি বলেন, আমার সাথে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সুসম্পর্ক রয়েছে। আমার বিরূদ্ধে এ গুলো প্রভাকান্ডা ছড়ানো হচ্ছে। আমি ওই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে উত্তোরীয় পড়িয়েছি।