নোয়াখালীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনব্যাপি র্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্কস্তক অর্পণ করা হয়।
একই সময় নোয়াখালী পৌরসভা কার্যালয়ে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহীদ উল্যাহ খান সোহেলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্কস্তক অর্পণ করা হয়।
বেলা ১১টা শহরের হাউজিং বালুর মাঠে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে, একটি র্যালিটি জেলা শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় পৌরসভায় গিয়ে শেষ হয়।
অপরদিকে, জেলা প্রশাসক কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করেছে নোয়াখালী জেলা প্রশাসন। সকাল ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসরাত সাদমিন এর সভাপতিত্বে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এসমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান,নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন,জেলা পরিষদের নির্বাহী শফিউল আলম সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা।এর আগে,জেলা প্রশাসকের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে,বিকাল ৩টায় সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে শহর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করেছে।
এছাড়া,৭ই মার্চ উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা প্রশাসন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরসমূহ নানা কর্মসূচি আয়োজন করে।