ইন্দুরকানীতে অচেতন করে টাকা সহ স্বর্নালংকর চুরি হয়েছে। রোববার ভোর রাতে উপজেলা চাড়াখালী গ্রামে মোড়েলগঞ্জ এস এম কলেজের সাবেক অধ্যাপক যতিন্দ্র নাথ হাওলাদারের বাসায় রাতের আঁধারে পরিবারের সকলকে অচেতন করে ৪টি চেন, ৪টি আংটি, ২জোড়া রুলি, নগদ ১লক্ষ টাকা সহ বেশকিছু মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে পাশের ঘরের লোক আসলে তাদেরকে অচেতন দেখতে পেয়ে চিৎকার করে। পরে তাদেরকে অচেতন অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।