পায় গড়াই নদীতে মাছ ধরতে যেয়ে ইউনুচ আলী (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, প্রতিদিনের মত গতকাল দুপুরে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার উলুবাড়িয়া গ্রামের ইউনুচ আলী ও রোস্তমআলী দুই জন গড়াই নদীতে মাছ ধরতে গিয়েছিল।পানির ভিতরে ডুব দিয়ে মাছ ধরা ছিল এদের কৌশল। দুইজন একসাথে মাছ ধরার জন্য পানিতে ডুব দিলে রোস্তম আলী মাছ ধরে পানির উপর ভেসে উঠলেও ইউনুচ আলী উঠেনি। পরে রোস্তম আলী পানির মধ্যে অনেক খোঁজা খোঁজি করে তাকে পানির ভিতর থেকে মৃত অবস্থায় তুলে আনে।