সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালিত হয়েছে। বিকেল ৪টার পর এ কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের (৩১২) সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। এ ছাড়া এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল, কুমিল্লা সেনাবাহিনীর লে. মাহিম মিজবাহ, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, ডা: মো. মুনতাছির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. ফাতেমা বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, উপজেলা আ.লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাজমুল হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাংবাদিক মো. শফিকুর রহমান, যুবলীগের সাবেক সভাপতি মো. মাহফুজ আলী প্রমূখ। পাঁচ কিলোমিটারের এ ম্যারাথনে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক সাহিত্যিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সহস্রাধিক নারী পুরূষ অংশ নেন। ম্যারাথন দৌড় শুরূ হয় উপজেলা পরিষদ চত্বরে নির্মণাধিন বঙ্গবন্ধু ম্যুরাল থেকে। সরাইল-নাসিরনগর সড়কের হাসপাতাল মোড় হয়ে ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ব্রিজ পর্যন্ত। সেখান থেকে ঘুরে আবার বঙ্গবন্ধুর ম্যুরালে এসে ম্যারাথন সমাপ্ত হয়।