স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'মানবতার বন্ধনে রংপুর' এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ মার্চ) বেলা ১২টায় রংপুর জেলা স্কুল অডিটরিয়াম হলরুমে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আরপিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার জমির উদ্দিন সরকারের সভাপতিত্বেসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আরপিএমমি এর পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম।
তিনি তার বক্তব্যে বলেন, 'সংগঠনের শুরুতে রংপুর মহানগরের মানুষের সেবার লক্ষ্যে সেবছর রমজান মাসে পুরো মাস জুড়ে সংগঠনের সাথে একাত্মতা ঘোষণা করে অসহায় দুঃস্থসহ রোজাদার মানুষকে ইফতার সামগ্রীর সহায়তার হাত বাড়িয়েছেন রেস্তোরাঁ মালিক সমিতি।
এর পর থেকে বিভিন্ন দানশীল সমাজ সেবক ব্যক্তিবর্গ এগিয়ে এসেছেন এই সংগঠনের লক্ষ পূরনে। করোনা মহামারীতে জনসচেতনতা লিফলেট, মাক্স ও লকডাউনে কর্মহীন মানুষকে খাদ্য সরবারহসহ বিভিন্ন জনসচেতনতামুলক কাজ করেছে সংগঠনটি।
দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের মেধা ও সৃজনশীলতা বিকাশ এবং স্বাস্থ্য সেবা প্রদান ও দরিদ্র জনগোষ্ঠীর দক্ষতা বিকাশে অগ্রনী ভূমিকা পালন করছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি বলেও জানান আবদুল আলীম মাহমুদ।'
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, আরপিএমপি উপ পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. মহিদুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সুশান্ত ভৌমিক, সহ-সভাপতি আবদুল কাদের দিদারসহ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্য ও আজীবন সদস্যবৃন্দ।
এক বছর ৯ মাসে সংগঠনটি মানবতার সেবাসহ সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতামুলক কার্যক্রমে অনেক প্রসংশা কুড়িয়েছে।
এই স্বল্প সময়ে সংগঠনটি সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন ভুক্ত হয়ে ইতোমধ্যে ২৩ সদস্যের একটি কার্যকরী পরিষদ ও ৫৫ জন সাধারণ সদস্য এবং ১৫৭ জন আজীবন সদস্যের কাঠামো নিয়ে সেবামূলক কাজ করে যাচ্ছে।
সেবামূলক কাজে রংপুর রেস্তোরাঁ মালিক সমিতির নিকট থেকে সরবরাহকৃত খাদ্য, সংগঠনের অভ্যন্তরীণ সম্পদ দানশীল ও বিত্তবানদের দেওয়া অনুদান সংগঠনের সদস্যদের কাছ সংগৃহীত অর্থের দ্বারা সম্পাদিত হওয়াসহ বিগত দিনের কার্যক্রম একটি ভিডিও ডকুমেন্টারিতে তুলে ধরা হয়।
উল্লেখ্য, রংপুরের মানুষের জন্য মানবতার সেবার প্রত্যয়ে ২০১৯ সালের ৮ই মে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি যাত্রা করে।