রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনু্িঠত হয়।
বালিয়াকান্দি উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ম্যারাথন প্রতিযোগিতার বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস,এম আবু দারদা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুল হান্নান মোল্যা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুল মতিন ফেরদৌস, ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ম্যারাথনে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।