ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার জামাল মুন্সি খুনের মামলার আসামিরা নিজেরা তাদের বাড়ির মালামাল অন্যত্র সরিয়ে মামলা দিয়েছে সরকার বাড়ি এবং মুন্সি বাড়ির লোকদের বিরুদ্ধে মামলা,পুলিশের উপস্থিতিতে সেই মালামাল পাওয়া গেছে মোল্লা বাড়ি এবং খা বাড়িৎে।ঘটনাটি ঘটেছে ৬ই মার্চ শনিবার সকালে।
পুলিশ জানায়,আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যূান মোহাম্মদ হানিফ মুন্সির ছোট ভাই জামাল মুন্সিকে রাতে আঁধারে তার বাড়িতে হামলা চালিয়ে নৃশংসভাবে খুন করে খন্দকার বাড়ি জিয়া উদ্দিন খন্দকার,লতিবাড়ির সেলিম পারভেজ,শহিদ লতিফ এবং সাদ্দাম লতিফ। জামাল মুন্সি খুনের অভিযোগে জামাল মুন্সির বড় ভাই মোহাম্মদ জাহাঙ্গীর মুন্সি বাদী হয়ে জিয়া উদ্দিন খন্দকার,লতিফবাড়ির সেলিম পারভেজ,শহিদ লতিফ এবং সাদ্দাম লতিফসহ ২৭জনের নাম উল্লেখ করে আশুগঞ্জ থানায় একটি মামলা করেন।এদিকে জামাল মুন্সির খুনের মামলা ধামাচাপা দিতে চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকারের স্ত্রী নিপা খন্দকার,লতিফবাড়ির আবু শহিদের স্ত্রী লতিফ বাড়ির মনোয়ারা বেগম বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টে তাদের বাড়ির মালামাল লুট হয়েছে মর্মে সরকার বাড়ি এবং মুন্সিবাড়ির লোকজনকে আসামি করে মামলা করে। অথচ শনিবার দিনব্যাপী চরচারতলার মোল্লা বাড়ি,খা বাড়িতে পুলিশের উপস্থিতিতে অন্তত ১০/১৫টি ঘরে অভিযান পরিচালনা করে অন্তত কোটি টাকার আসবাবপত্র উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে চরচারতলার ইউনিয়নের সাবেক মেম্বার মাসুদ সরকার বলেন,লতিবাড়ি,খন্দকার বাড়ি এবং খা বাড়ির লোকজন খুন করে নিজেদের মালামাল নিজেরা অন্যত্র সরিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দেয়।শনিবার পুলিশ সেই মালামাল উদ্ধার করে।এতে এটাই প্রমান হয় যে,আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাসানোর চেষ্টা করছে। আমি এঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানাই।
মালামাল উদ্ধারের সময় আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা(তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।তিনি বলেন,মালামাল লুটের যে মামলা দিয়েছিল লতিবাড়ি,খন্দকার বাড়ি এবং খা বাড়ির লোকজন। চরচারতলার বিভিন্ন বাড়িতে গোপনে গচ্ছিত রেখেছিল সেই মালামাল আমরা তা উদ্ধার করেছি।