ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে আন্দোলন করছে রংপুরের নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।দাবী আদায় না-হওয়া হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা তাদের।
শনিবার (৬ মার্চ) সকাল থেকে তারা কলেজ ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে আন্দোলন শুরু করে।এ সময় কলেজ কতৃপক্ষের অনিয়ম দূর্নীতি নিয়ে নানা অভিযোগ তোলেন।
এর আগে প্রায় মাস ব্যাপি তারা বিভিন্ন সময় সড়ক অরোধ মানববন্ধন ও অন্যান্য কর্মসূচি পালন করে আসছিল। এতে আশানুরূপ কোনো ফলাফল না পাওয়ায় আজ তারা কলেজ ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে বলে জানায় তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ফাইনাল ইয়ার থেকে ফার্স্ট ইয়ার পর্যন্ত এখানে প্রায় ২৫০ জন দেশী ও বিদেশী (নেপালি) শিক্ষার্থী চরমভাবে প্রতারণার শিকার।বর্তমানে তারা মাইগ্রেশনের দাবিতে আন্দোলনে নেমেছে।
তারা আরও জানায়, এই প্রতিষ্ঠানটি চলছে ভাড়া করা রোগী এবং ভাড়া করা শিক্ষক দিয়ে এবং একটি মেডিকেল কলেজের প্রাণ যেখানে হাসপাতাল সেই হাসপাতালটি এখানে প্রায় ১ বছর থেকে বন্ধ।যখন হাসপাতাল চলমান ছিলো তখনও প্রায় সব বেড ছিল রোগীশূন্য। কলেজ ভিজিটের সময় ভাড়া করা রোগী আনা হতো তাদের বেশীরভাগই সাজানো রোগী।যাদেরকে বিভিন্ন প্রলোভন এবং ভয় দেখিয়ে রোগী সাজতে বাধ্য করা হতো।
উল্লেখ্য, গত প্রায় এক মাস ধরে মাইগ্রেশনসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের প্রতারণা ও উদাসীনতায় তাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছেন বলেও দাবি জানান তারা। দাবি আদায়ে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা।