৩দিন ব্যাপি লাঙ্গলবাঁধ ১৪পল্লী মহাশ্মশানে এক মহা নামযজ্গানুষ্টান অনুষ্ঠিত হয়। গত ৪মার্চ থেকে শুরু করে ৬মার্চ তিন দিন ধরে ১৬ প্রহরব্যাপি এই ধর্মিও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মিয় ভক্তরা এই মাহনামযজ্গ অনুষ্ঠান শুনতে আসে।এব্যাপারে অনুষ্ঠান পরিচালনা উপকমিটির সাধারন সম্পাদক বাবু রামপদ বিশ্বাস জানান, এটি আমাদের ২য় বার্ষিকি ধর্মিও অনুষ্টান। অনুষ্ঠানে যত লোক আসবে তারা সবাই আমাদের মাহনামযজ্গ অনুষ্টানের প্রসাদ খেয়ে যাবে। স্থানীয় রাম গোফাল মন্ডল বলেন প্রায় ৫০/৬০ হাজার লোকের সমাগম ঘটে এই অনুষ্টানে।