ঝিনাইদহে আবারও গাছের সাথে শত্রুতা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার জাড়গ্রামে। জানা যায়, ২০২০ সালে জাড়গ্রাম মৌজার ১০৭৬ দাগের ১২২ শতক জমির মধ্যে ৫৬ শতক হতে উত্তর পাশ্বে ২৫ শতক জমি ক্রয় করেন রবিউল ইসলামের স্ত্রী পারুলা বেগম, ছেলে শাকিল শিকদার ও শিহাব শিকদার।জমির প্রকৃত মালিকদ্বয় ওই জমিতে মেহগনি গাছ, কলাগাছ লাগিয়ে চাষাবাদ করছিলেন।
পারুলা বেগম অভিযোগ করেন প্রতিপক্ষরা তাদের রোপনকৃত মেহগনি গাছ রাতের আঁধারে কেঁটে ফেলে একই সাথে কলাগাছ তুলে ফেলে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন তিনি। এছাড়াও ইতঃপূর্বে ওই জমিতে থাকা বেশ কয়েকটি বাঁশ রাতের আঁধারে কেটে নিয়েছে প্রতিপক্ষরা। উল্লেখ্য, ওই জমি নিয়ে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র সহকারি জজ আদালতে মামলা চলমান রয়েছে। ক্ষতিগ্রস্থ পারুলা বেগম ঘটনাটির সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষিদের বিচার দাবি করেছেন। তবে প্রতিপক্ষরা বিষয়টি অস্বিকার করেছেন।