সরাইলে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে গতকাল বৃহ্স্পতিবার প্রস্তুতি সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভাটি ব্যানার বিহীন হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা দেবদাস সিংহ রায়। সভাপতি ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা বলেছেন, খুবই দ্রƒততম সময়ের মধ্যে সভাটি করতে হয়েছে। তাই ব্যানার করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটির গুরূত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল, ডা: মো. মুনতাছির, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি দেবদাস সিংহ রায় ও যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মাহফুজ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সেই দিনের বজ্র কন্ঠের ভাষণটিতে ছিল সুন্দর সাবলিল বাচন ভঙ্গি, শ্রƒতিমধুরতা ও অন্তর্নিহিত তাৎপর্যে পরিপূর্ণ। ওই ভাষণটিই ছিল স্বাধীনতার দলিলপত্র। দীর্ঘদিন পর এ ভাষণ ও দিনটিকে ‘ক’ শ্রেণির অন্তর্ভূক্ত করায় সরকারের প্রতি সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করেন। দিবসটিকে যথাযথ ভাবে উদ্যাপনের লক্ষ্যে সরাইল উপজেলা পরিষদ ও প্রশাসন গুরূত্বপূর্ণ কর্মসূচি গ্রহন করেছেন। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্ফস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে দুই গ্রƒপে ম্যারাথন দৌঁড়, প্রথমিক মাধ্যমিক কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন, ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও জাতীর পিতাকে সম্পৃক্ত রেখে যেকোন আবৃত্তি।