ঝিনাইদহের শৈলকুপায় হাটফাজিলপুর টু নিত্যানন্দনপুর বাওড় এলাকায় যাওয়ার একমাত্র জি কে খালের উপর অবস্থিত ব্রীজটি জনগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দেখে মনে হয় ব্রীজতো নয় এ যেন মরণ ফাঁদ! এলাকাবাসী সুত্রে জানা গেছে ,দীর্ঘ ৮থেকে ১০ বছর এই ব্রীজটির মাঝখানের অংশ ভেঙ্গে যাওয়া ও রেলিং না থাকায় পথচারী সহ যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে, সেইসাথে প্রায়ই দূর্ঘটনাসহ প্রানহানির ঘটনাও ঘটছে।এই ব্রীজের উপর দিয়ে প্রতিদিন ২০ গ্রামের ৫০ হাজার লোকজন চলাচল করে থাকে। এমন গুরুত্বপূর্ণ ব্রীজ হওয়া স্বত্তেও দিনের পর দিন কিভাবে সংস্কারের অভাবে পড়ে আছে তা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন? আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ মোল্লা বলেন জি কে খালের উপর অবস্থিত এই ব্রীজটি ৮-১০ বছর হলো ভেঙ্গে গিয়েছে আজ পর্যন্ত সংস্কার করা হয়নি, ৩জন লোকও ব্রীজের নিচে পড়ে মারা গিয়েছে, অতিদ্রুত ব্রীজটি মেরামতের দরকার। নিত্যানন্দনপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন বলেন এই ব্রীজের উপর দিয়ে ২০-২২ গ্রামের জনসাধারণ চলাচল করে, দীর্ঘদিন এভাবে সংস্কারের অভাবে পড়ে থাকায় জনদূর্ভোগ চরমে উঠেছে এর আগে প্রাণহানির ঘটনাও ঘটছে,আমরা দ্রুত এই ব্রীজের সংস্কার চাই। নিত্যানন্দনপুর এলাকার শহিদুল ইসলাম বলেন ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় আমাদের মালামাল নিয়ে বাজারে যেতে সমস্যায় পড়তে হয়, অনেকদূর ঘুরে মালামাল হাটে নিতে হয় এতে পরিবহন খরচও বেড়ে যায়। আমরা অনেক কষ্টে আছি। এনিয়ে শৈলকুপার পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী বিকর্ন বলেন আমরা এই ব্রীজের ব্যাপারে জি কে আই পি প্রজেক্টে প্রস্তাবনা পাঠিয়েছি, আশা করি অচিরেই ফল পাওয়া যাব্।ে এছাড়াও পি আইও অফিসের মাধ্যমেও কাজটি করার জন্য চেষ্টায় আছি। এখন যতদ্রুত সম্ভব ব্রীজটি সংস্কার করে কষ্ট লাঘব ও সেইসাথে মৃত্যুর হাত থেকে বাঁচার আশা করছে এলাকাবাসি।