কয়রা উপজেলায় বামিয়া এমএম মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি কয়রা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচএম নজরুল ইসলাম সহ নব নির্বাচিত সদস্য ও স্কুলের শিক্ষকদের উপস্থিতিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রধান শিক্ষকের কার্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি এইচ এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আফজাল হোসেনর পরিচালনায় মত বিনিময় সভায় বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে এসএমসির সভাপতি এইচ এম নজরুল ইসলামের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পূষ্পস্তবক অর্পন শেষে ইউনিয়ন আওয়ামীল ও বিদ্যালয়ের পক্ষ থেকে নব-গঠিত কমিটির সকল সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বাগালী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আঃ সামাদ গাজীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকানেব নির্বাচিত সভাপতি এউচএম নজরুল ইসলাম, স্কুল পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করে বলেন, স্থানীয় সাংসদ আলহাজ¦ আকতারুজ্জামান বাবু ইতোমধ্যে ওই স্কুলের জন্য একটি চারতলা ভবন ও মেরামতের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্ধ প্রদান করেছেন। এজন্য তিনি সহ উপস্থিত সবাই সংসদকে ধন্যবাদ জানায়। এতে বক্তব্য রাখেন বাগালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবদুস সামাদ গাজী, প্রধান শিক্ষক আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ গাজী, আওয়ামী লীগ নেতা খোকন সরদার, কামরুল ইসলাম, নুরুজ্জামান ও মিলন সানা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, বামিয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সভাপতি আঃ রশীদ গাজাী, সাবেক সভাপতি সুলতান আহম্মেদ ও রফিকুল ইসলাম সরদার। শিক্ষক প্রতিনিধি বুদ্ধদেব মন্ডল, রবীন্দ্রনাথ মন্ডল ও মাধুরি রানী, আভিভাবক সদস্য আঃ অহেদ গাজী, রুহল আমিন ও কামরুল ইসলাম, শিক্ষক সাবিনা ইয়াসমিন, হাবিবুর রহমান ও দিদারুল ইসলাম, সাংবাদিক শাহজাহান সিরাজ, বামিয়া জিআইবি ক্লাবের সভাপতি জিয়াউর রহমান, উপদেষ্টা মোক্তার হোসেন, মনিরুল ইসলাম, আঃ গফুর সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সর্বসম্মতিক্রমে আঃ সামাদ গাজীকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়। পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য জাতীয় চার নেতা মেখ হেলাল উদ্দীন এমপির মা রিজিয়া নাসের, সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবুর মা ফাতেমা খানমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।