রংপুরের পীরগঞ্জ উপজেলার ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ফেরদৌসী আক্তার নামের এক প্রার্থীকে শিক্ষিকা পদে চাকুরি দেয়ার নামে পর্যায়ক্রমে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সকালে ভুক্তভোগী ওই শিক্ষিকা এ অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার তাঁতারপুর গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী ফেরদৌসী আক্তারকে ওই মাদ্রাসা সুপার মাওঃ নজরুল ইসলাম জুনিয়র সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাব দেয়। এতে ফেরদৌসী আক্তার এনটিআরসি সনদ না থাকায় নিয়োগ পেতে অসম্মতি জ্ঞাপন করে। পরবর্তীতে ওই মাদ্রাসা সুপার নজরুল ইসলাম ফেরদৌসিকে নিয়োগ প্রক্রিয়ার সকল দায়িত্ব নিয়ে বেতন-ভাতা করার শতভাগ নিশ্চয়তা প্রদান করেন। বিভিন্ন কৌশল ও প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষিকা ও তার পরিবারের কাছ থেকে পর্যায়ক্রমে ৭ লাখ টাকা হাতিয়ে নেন। পরে মাদ্রাসা সুপার নিজেই এনটিআরসি ভুয়া সনদ সংগ্রহ পুর্বক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ প্রাপ্ত দেখিয়ে শিক্ষিকা ফেরদৌসী আক্তার বিগত ২৩/১০/১১ইং তারিখ হতে ওই মাদ্রাসায় জুনিয়র শিক্ষকা হিসেবে নিয়মিত পাঠদান শুরু করেন। এমতাবস্থায় গত ২০১৯ইং সনের শেষের দিকে সুপার নিয়োগ প্রাপ্ত শিক্ষিকাকে ¯্রফে জানিয়ে দেয় তার বেতন-ভাতাদি করা সম্ভব হচ্ছে না। ওই শিক্ষিকা বিষয়টি চাইলে সুপার বলেন-জাল সনদপত্র দাখিল করার কারণে বেতন-ভাতাদি করা যাচ্ছে না। ফলে ফেরদৌসী তার শশুর ও প্রতিবেশিসহ সুপারের নিকট প্রদানকৃত ৭ লাখ টাকা ফেরত চাইতে গেলে সুপার জানিয়ে দেয় নিয়োগ ও সনদ সংগ্রহের জন্য আপনার কাছ থেকে নেয়া টাকা খরচ হয়ে গেছে। এখন আর টাকা ফেরত দেয়া সম্ভব না। এই টাকা নিতে হলে আমাকে সময় দিতে হবে। এ পর্যায়ে ওই টাকা উদ্ধারে সুপারের কাছে ধর্না দিয়েও তা উদ্ধার না করতে পেরে অবশেষে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয় সংসদ সদস্য এর কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে ওই মাদ্রাসার সুপার মাওঃ নজরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে বলেন- শিক্ষিকা ফেরদৌসী আক্তারের কাছে টাকা নেয়ার বিষয়টি সত্য নয়। তবে তাকে সহকারি শিক্ষিকা পদে চাকুরিতে নিয়োগ দেয়া হয়েছিল। এদিকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমকে জিঞ্জেস করা হলে বলেন- টাকা নেয়ার বিষয়টি আমার জানা নেই। তবে ওই শিক্ষিকাকে মাদ্রাসায় নিয়োগ দেয়া হয়েছিলো। জাল সনদপত্রের কারণে তার বেতন-ভাতা করা সম্ভব হয়নি। এ সম্পর্কে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন মন্ডল বলেন- অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় বলেছেন- অভিযোগেটি এখনও হাতে পাইনি। হাতে পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।