সরাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন দলটির দায়িত্বশীল নেতৃবৃন্দ। ফলে মঙ্গলবার তাদের আনন্দ মিছিল বা সভা কোনটিই অনুষ্ঠিত হয়নি। সরাইলের নীরব বিএনপি এখন খুবই সরব। দলটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নূরূজ্জামান লস্কর তপু কর্মসূচি স্থগিতের জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও আনোয়ার হোসেনের নেতৃত্বাধীন গ্রƒপের বাঁধাকে দায়ী করেছেন। আর পুলিশ বলছেন তাদের দুই গ্রƒপের মধ্যে সংঘাত এড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই কর্মসূচি বন্ধ রাখার ব্যবস্থা করেছি। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান যুবদলের নেতৃবৃন্দকে তাদের সমর্থকদের নিয়ে ঘুরাফেরা করতে দেখা গেছে। দলটির দুই গ্রƒপের সংঘাত সংঘর্ষ এড়াতে দিনভর পুলিশ ছিল সতর্ক অবস্থানে। সোমবার রাত থেকেই সরাইল সদরে টহলের পাশাপাশি বিভিন্ন গুরূত্বপূর্ণ পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছেন। দুই গ্রƒপের উত্তেজনা দেখে রাতেই জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিল প্রশাসন। দলীয় একাধিক সূত্র জানায়, সরাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণার পরই সাবেক সম্পাদক আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. আক্তার হোসেন সহ সরাইল আহ্বায়ক কমিটির ৬ সদস্য তাদের কমিটিকে অবৈধ বলেন। ঘোষণার দুইদিন পরই গত সোমবার কমিটি বাতিলের দাবীতে সরাইল সদরে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেন তারা। জেলার আহবায়কের বিরূদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। পথ সভা চলাকালে পুলিশের হস্তক্ষেপে মাঝ পথেই বন্ধ হয়ে যায় ওই সভা। সোমবার সন্ধ্যার পর নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার দিন কর্মসূচি পালনের ঘোষণা দেন। ওই সময়ে মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আহ্বায়ক আনিছুল ইসলাম কর্মসূচি পালনের অনুমতি চান। নির্বাহী কর্মকর্তা খোলা জায়গায় নয়, আবদ্ধ কোন ঘরে সভা করার পরামর্শ দেন। রাত ১২ টার পর পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন একই মুঠোফোনে আহবায়ককে জানিয়ে দেন এ কর্মসূচিটি বন্ধ থাকবে। এটি কোথাও করা যাবে না। কারণ একই দলের দুই গ্রƒপের সংঘর্ষে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা বিঘিœত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মসূচি নিয়ে পিছু খটে যান আহ্বায়ক কমিটি। গতকাল সকালে সদস্য সচিব তপু ওঁর নিজের সামজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রেস নিউজ লিখেছেন। লিখাতে তিনি বলেন, “স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপে ও দুস্কৃতিকারীদের অপতৎপরতা রোধকল্পে কৌশলগত কারণে আজকের কর্মসূচি সাময়িক স্থগিত করা হইল। পরবর্তীতে আপনাদের জানানো হইবে।” গতকাল সকাল থেকেই সরাইলের প্রধান সড়ক সমূহে চলছিল পুলিশের টহল। উপজেলা সদর থেকে শুরূ করে বিভিন্ন গুরূত্বপূর্ণ স্থানে ছিল পুলিশের অবস্থান। থানা পুলিশের পাশাপাশি জেলা থেকে এক প্লাটুন পুলিশ আনা হয়েছিল। অ্যাডভোকেট তপু বলেন, গত উপজেলা পরিষদের নির্বাচনে আমাদের দলের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন আমার বিপক্ষে কাজ করেছেন। দলের উল্টো কাজ করতে গিয়ে তিনি দলীয় লোকদের দ্বারা লাঞ্ছিতও হয়েছিলেন। তাই ক্ষমতাসীন দলের কিছু নেতার সহযোগিতায় ও প্রভাবে তারা বিএনপি’র কমিটির বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছেন। দূরে কোথাও করতে চেয়েছিলাম। সেই অনুমতিও পাইনি। আবার প্রশাসনকে দিয়ে আমাদের কর্মসূচিও বন্ধ করে দিয়েছেন। বিএনপি’র সাবেক সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, এরা বিএনপি’র কেউ না। দলের দূর্দিনে এরা ছিল না। আন্দোলন সংগ্রাম করার ভয়ে পদত্যাগ করেছিল। টাকার বিনিময়ে কমিটিকে আমরা কখনো মানব না। শুধু আজ নয়। এই কমিটি কোন দিনও সদরে ওঠতে পারবে না। আমার লোকজন সর্বাবস্থায় সব জায়গায় আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, আবদ্ধ ঘরে সভা করার কথা আমি কাউকে বলিনি। কথাটি সঠিক নয়। বিএনপি’র আহবায়ককে বলেছি একই দিনে আপনাদের দলের দুই গ্রƒপের কর্মসূচি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তাই জনস্বার্থে আপনারা সকল প্রকার কর্মসূচি পালন থেকে বিরত থাকুন। সহকারি সিনিয়র পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, একই দলের এক গ্রƒপ আনন্দ মিছিলের ঘোষণা দিয়েছেন। অন্য গ্রƒপ দিয়েছেন বাঁধা দেয়ার ঘোষণা। তাই জনগণের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে কর্মসূচি বন্ধ রাখার ব্যবস্থা করেছি। গত ২৬ ফেব্রƒয়ারি রাতে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। ওই কমিটিতে মো. আনিছুল ইসলাম ঠাকুরকে আহ্বায়ক ও অ্যাডভোকেট নূরূজ্জামান লস্কর তপুকে করা হয় সদস্য সচিব। কমিটি প্রকাশের পরই ক্ষোভ বিরাজ করে বিএনপি’র একাংশে। এ কমিটিকে বাতিলের দাবীতে হয়েছে বিক্ষোভ মিছিল ও পথ সভা। কমিটিকে সরাইলে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আনোয়ার হোসেনের নেতৃত্বাধীন গ্রƒপ।