মানবকল্যাণ ও সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য সারা দেশের দুইজন শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা পুরষ্কার দেওয়া হয়েছে। সমগ্র দেশের দুইজন শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের মধ্যে রংপুরের তারাগঞ্জ উপজেলার ৩নং ইকরচালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মানবকল্যাণ ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এবার “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা পদক-২০২১” পেয়েছেন। এর আগে গেল কয়েকদিন আগে তিনি বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পদক-২০২১ পেয়েছেন। আন্তর্জাতিক শিশু কিশোর যুব সংগঠন স্বাধীনতা সংসদের আয়োজনে শনিবার বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা হলরুমে আয়োজিত ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা এবং আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আবু তারিক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের হাতে এ পদক তুলে দেন।