খুলনার পাইকগাছায় জমি কিনে বিপাকে পড়েছেন জেলা পরিষদের সংরক্ষিত ওয়াড সদস্য নাহার আক্তার। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। বিষয়টি নিয়ে আদালত থানায় কয়েকটি মামলা ও অভিযোগ করেছে উভয় পক্ষ।
অভিযোগ ও সরেজমিনে জানাযায়, খুলনা জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য নিজ অফিস করার জন্য উপজেলায় নগরশ্রীরামপুর গ্রামের নজরুল ইসলাম জোয়াদ্দারের কাছ থেকে কবলা মূলে ০.১৬৬ একর জমি খরিদ করেন। নজরুল জোয়াদ্দার জানায় তার মামা সবুর গোলদারের কাছ থেকে দানীয় মূলে মালিক হন এবং তার অংশ নাহার আক্তারের কাছে দখল থাকা অবস্থায় বিক্রি করেন। সবুর গোলদার তার দখলে থাকা অবস্থায় ৫ শতক জমির মধ্যে ওই সম্পত্তি ভাগ্নে নজরুলকে দান করেন। কিন্তু ০.৩৪৪ একর সবুর গোলদারের দখলে থাকলেও নাহার আক্তারের খরিদা জমি জবর দখল করে নিয়েছে সবুর গোলদারে ভাই ও নজরুলের অন্য মামা সাত্তার গোলদার। নাহার আক্তার জানান, গ্যাংগ্রীনি রোগে আক্তান্ত হলে একটি পা হাটুর উপর থেকে কেটে ফেলতে হয়। একারনে তিনি উপজেলার মামুদকাটি বাজারের পাশে অফিস করার জন্য খতিয়ান, দাগ ও সিমানা উল্লেখপূর্বক রেজিষ্ট কবলা দলিলমূলে ওই জমি ক্রয় করি। ক্রয় পরবর্তী নামপত্তন ও সরকারি কর-খাজনা প্রদান করেছি। সেখানে কিছুদিন অফিস কার্যক্রম চলতে থাকা অবস্থায় হঠাৎ গত ১৩ সেপ্টেম্ব ২০২০ আমার ঘরটি জবর দখল করা হয়েছে। এনিয়ে আদালতে ১৪৪ ধারা মামলা ও থানায় অভিযোগ করেছি। সাত্তার গোলদার জানায়, নাহার আক্তার যে জায়গায় জমি দাবী করছে ঐখানে তার কোনো জমি নেই। এদিকে এ জায়গা বা ঘরটি দখল পাল্টা দখল নিয়ে দু-পক্ষই মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছে বলে স্থানীয় ব্যাবসায়ীরা জানিয়েছে।