মঙ্গলবার ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া নুরু মন্ডল পাড়া এলাকার একটি বসত বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ২৫ হাজার টাকা এবং ৫২টি তাস জব্দ করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার হোসেন মন্ডল পাড়ার আমিরুল সরদার (২৮), গফুর মোল্লার পাড়ার মাসুদ মন্ডল (৩৫), মানিকগঞ্জের শিবালয় উপজেলার তারাইল গ্রামের টিটু প্রামানিক (৩২), দৌলতদিয়া কিয়ামদ্দিন মোল্লা পাড়ার আফতাব শেখ (২৫), একই গ্রামের শাহাদৎ মোল্লা (৩২), রুবেল মন্ডল (২৫), গফুর মোল্লা পাড়ার আল আমিন শেখ (৩৫) ও কিয়ামদ্দিন মোল্লা পাড়ার ওসমান সরদার (৩২)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই মো. জাকির হোসেন মঙ্গলবার ভোর ৬টার দিকে দৌলতদিয়া নুরু মন্ডল পাড়ার জনৈক আজিম শেখ এর বসত বাড়ির ঘর থেকে জুয়া খেলা অবস্থায় ৮জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী হিসেবে ৫২টি তাস এবং নগদ ২৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মঙ্গলবার থানায় জুয়া আইনে মামলা দায়ের শেষে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।