বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মারুফুল আলমের এডিসি হিসেবে পদায়ন হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে চিতলমারী উপজেলায় যোগদান করেছেন মো: লিটন আলী। মো: লিটন আলী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় কর্মরত ছিলেন। তিনি ২মার্চ ২০২১ তারিখ চিতলমারীতে যোগদান করেন।
অপরদিকে মো: মারুফুল আলম বিগত ১৩ জুন ২০১৯ তারিখ চিতলমারী উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি ১বছর ৮মাস কর্মকালিন সময়ে একজন খ্যাতিমান চৌকস কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষ করে তিনি বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় নিরালশ ভুমিকা রেখেছেন। ইউএনও মারুফুল আলম গত ২৮ ফেব্রুয়ারি খুলনা জেলা প্রশাসনে এডিসি হিসেবে যোগদান করেন।