‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
জেলা নির্বাচন অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রোকুনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, খুলনার সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুল হামিদ খান, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল।
বক্তারা, সকলের মতামতে দেশ গঠন ও সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে ১৮ বছর বয়সীদের ভোটার হওয়ার আহবান জানান।