রোববার কালীগঞ্জ পৌরসভা অনুষ্ঠিত হয়েছে। মেয়র পদে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের মোঃ আশরাফুল আলম আশরাফ।
নির্বাচিত হওয়ার পরদিন সোমবার সন্ধ্যা ৭ টার দিকে প্রতিদ্বন্দি প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের আলহাজ¦ মাহবুবার রহমানে অফিসে গিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন বিজয়ী নৌকা প্রতিকের আশরাফুল আলম আশরাফ। এ সময় দু’জনকেই বেশ হাস্যেজ্জল দেখা যায়। একে অপরের সাথে কুশল বিনিময় করেন।
ভোটের আগেও নৌকা প্রতিকের প্রার্থী আশরাফুল আলম আশরাফ বিএনপি প্রার্থী অফিসের গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
রোববার অনুষ্ঠিতব্য কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ১৯ হাজার ৪২৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতিকের মোঃ আশরাফুল আলম আশরাফ। তার নিকটতম প্রতিদ্বন্দি ধানের শীষ প্রতিকের আলহাজ¦ মাহাবুবার রহমান পেয়েছেন ৩ হাজার ১৫০ ভোট।