ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মার্চ) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেন রংপুর জেলা ও মহানগর ছাত্রদল।
বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হলে এতে পুলিশ বাধা দেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মিদের সঙ্গে পুলিশের বাকবিতন্ডা হয়। পরে পুলিশি বাধার মুখে কার্যালয়ের সম্মুখ ফটকে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে হাবিব-উন-নবী খান সোহেলসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক হয়রানি বন্ধ করাসহ সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি করেন নেতারা।
বক্তারা বলেন, বিএনপির নেতা-কর্মীদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার সকল আন্দোলন থেকে দূরে রাখতে সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে।নিজেদের স্বার্থ হাসিলে কারণে অকারণে নগ্ন হামলা, মিথ্যা মামলা, জেল-জুলুম দিয়ে রাজনৈতিক ভাবে ঘায়েল করে যাচ্ছে। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে পুলিশ হামলা চালিয়ে প্রমাণ করছে, তারা সরকারের রিমোর্ট কন্ট্রোলে পরিণত হয়েছে। কারাবন্দি লেখক মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদে ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলায় গুরুত্বর আহত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ অনেকেই। অথচ পুলিশই উল্টো বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
প্রতিবাদ সমাবেশে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন প্রমুখ।
এর আগে সোমবার দুপুরে কারাবন্দি লেখক মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদ ও কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচি পালনে বিক্ষোভ সমাবেশ করেন মহানগর ছাত্রদল। পুলিশি বাধায় ছাত্রদল নেতারা সড়কে নামতে না পেরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এতে মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি নোমান হাসান, সিরাজ-উদণ্ডদৌলা ডন, সাধারন সম্পাদক জাকারিয়ার ইসলাম জিম, কারমাইকেল কলেজের সভাপতি রবিউর ইসলাম রবি প্রমুখ।
প্রসঙ্গত, ছাত্রদলের একটি সমাবেশ ঘিরে রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় প্রেসক্লাব এলাকা। ছাত্রদলের নেতাদের সড়ক থেকে সরাতে একদিকে অ্যাকশনে নামে পুলিশ, অন্যদিকে ইট-পাটকেল ছুড়ে ও বাঁশ দিয়ে পুলিশের ওপর হামলা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।