কচুয়ায় ১ মার্চ ২০২১ সোমবার কচুয়া বাজার জিরো পয়েন্টে প্রন্তিক পর্যয়ে করোনা ভাইরাস প্রতিশোধক ভ্যাকসিন গ্রহন নিশ্চিত করনের লক্ষ্যে সমাজসেবা মুলক প্রতিষ্ঠান তারুণ্যে -৭১ এর উদ্যোগে সকাল-১০টা থেকে দুপুর-২টা পর্যন্ত ফ্রী করোনা টিকা রেজিস্ট্রেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
¯া^াস্থ্য সুরক্ষা মেনে ফ্রী করোনা টিকা রেজিস্ট্রেশন ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান ও সভাপতি কচুয়া উপজেলা আওয়ামী লীগ এস এম মাহফুজুর রহমান,কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ. কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ,কচুয়া উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি গোলাম শোকরানা আজাদ হোসেন বালী,কচুয়া সোনালী ব্যাংকের ম্যানেজার রবীন্দ্র নাথ গাইন, তারুণ্যে -৭১ এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাজ্জাত হোসেন শাওন,প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজুল ইসলাম রাতুল,তানভিরুল ইসলাম সুফল,আল আমিন সেখ, ইমরান সিকদার,অমিত সাহা,ইমরান কাজী,শাহীন সেখ, মোল্লা জুয়েল প্রমুখ।
ফ্রী করোনা টিকা রেজিস্ট্রেশন ক্যাম্প সম্পর্কে তারুণ্যে -৭১ এর প্রতিষ্ঠাতা সাজ্জাত হোসেন বলেন, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে করোনা টিকা আমাদের অধিকার,বাংলাদেশ সরকার নিরালস ভাবে কাজ করে যাচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য দ্রুত সময়ের মধ্যে করোনা টিকা নিশ্চিত করার জন্য। আর এই করোনা মহামারী প্রতিরোধে বাংলাদেশ সরকারের এই টিকা কার্যক্রমে শামীল হতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।