জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা প্রশাসনের সহযোগীতায় র্যালী ও আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (জনবীমা)।
র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর সহকারী এরিয়া ইনচার্জ (জনবীমা) বাবলুর রহমান, জেলা কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম, কবির ইকবাল ও আবদুর রশিদ, শাখা ব্যবস্থাপক মোঃ হাসান আলী ও মহসিন হোসেন, সাংবাদিক নাসির উদ্দীনসহ অর্ধশত বীমা কর্মী।
র্যালী শেষে শহরের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর অফিস ভবণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।