ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের প্রেমতলা--তারুয়া রোডের নির্মানকাজ নিম্নমানের সামগ্রী দিয়ে করার একাধিক অভিযোগ পাওয়া গেছে। প্রায় এক কোটি ৬৭লক্ষ টাকালক্ষ টাকা ব্যায়ে সড়ক নির্মান কাজ করছে কিশোরগঞ্জ জেলার ভৈরবের মাহবুবুল আলম এন্টারপ্রাইজ।
নির্মানকাজে নিম্নমানের বালি,ইট এবং পাথর ব্যবহার করার অভিযো পাওয়া গেছে।তারুয়া গােমের বাচ্চু মিয়া জানান,টেন্ডার অনুযায়ী ৬ইঞ্চি ইটের কোয়া দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে মাত্র দুই থেকে আড়াই ইঞ্চি। তারউপর দেওয়া হচ্ছে নিম্নমানের ইট। তারুয়া গ্রামের রাফি হোসেন শিয়ন জানান,দীর্ঘ পাঁচ ছয় বছর কষ্টের পর আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি ঢাকা এলজিইডি কার্যালয়ে চেষ্টায় রাস্তার টেন্ডার করার পর কাজ শুরু হয়েছে। এতকিছুর পর রাস্তার কাজ যদি শিডিউল অনুযায়ী না হয় তবে আমাদেও মত সাধরণ জনগণ কোথায় গিয়ে দাড়াবে।আমার চাই আশুগঞ্জের প্রেমতলা--তারুয়া রোডের নির্মানকাজ শিডিউল অনুযায়ী করা ্হউক ।এজন্য আশুগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয় সটিক তদারকির দাবী করছি।এ বিষয়ে তারুয়াইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাদল সাদির অভিযোগ করেন শুরু থেকেই কাজ নিম্নমানের করার কারণে আমরা প্রতিবাদ করে আসছ্।ি এরপরও ঠিকাদারী প্রতিষ্ঠান আমাদের কথার কোন কান দিচ্ছে না।রাস্তার কাজ এভাবে চলতে থাকলে তারুয়া ইউনিয়নের সর্বস্বতরের জনগণকে নিয়ে কাজ বন্ধ করে দিতে বাধ্য হব।আমি চাই এ রাস্তার কাজ নিয়ে কোন অনভিপ্রেত ঘটনার সুষ্টি না হয়। এ বিষয়ে তারুয়া ইউনয়নের বর্তমান চেয়ারম্যান ইদ্রিস হাসান বলেন, প্রেমতলা--তারুয়া রোডের নির্মানকাজ নিম্নমানের করা হচ্ছে স্বীকার করে তিনি বলেন,আমরার জনপ্রতিনিধিরা যতই বলি রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে তা কোন কাজে আসে না।এক্ষেত্রে তিনি আশুগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিসকে দায়ীত্ব নিয়ে কাজ করার আহবান জানান।একমাত্র উপজেলা প্রকৌশলী অফিস ব্যবস্থা নিলে কাজ ভাল হবে বলে তিনি মনে করেন।এব্যাপারে আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়ন পরিষদের সাবে চেয়ারম্যান মোহাম্মদ বাদল সাদির বলেন,তারুয়া-প্রেমতলা সড়কের জন্য এই ইউনিয়নসহ আশেপাশের ইউিিনয়নের লোকজন অনেক কষ্ট করেছে।কাজেই এই সড়কে নিরম্নমানের মালামাল ব্যবহার করা হচ্রেছ তা প্রত্যাহার করে শিডিউল মোতাবে ]মালামাল দিয়ে সড়কেরউন্নয়ন কাজ করার দাবী জচজানাচ্ছ্।ি অন্যথায় কঠোর আন্দোলন করে জনগণের ন্যায্য দাবী আদায় করা হবে বওেল তিনি হুশিয়ারীদেন।
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি বলেন,রাস্তার কাজ আমি নিজে পরিদর্শন করে দেখেছি যে শি্িডউলণ অনুযায়ী কাজ হচ্ছে না। আমি ঠিকাদারী প্রতিষ্টান এভং উপজেলা প্রকৌশলী সামসন্নাহারের সাথে কথা বলব যেন তারুয়া--প্রেমতলা রাস্তার কাজের সঠিক রেখে করা হয়। কাজ ভাল না হলে আমি এর বিরোদ্ধে ব্যবস্থা গ্রহন করব।
এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী শিরাজুল ইসলাম বলেন, যে আশুগঞ্জ উপজেলার প্রেমতলা-তারুয়া রোডের রাস্তায় ইটের কংক্রিট ৬ইঞ্চি দেওয়ার থাকলেও সেখানে ২/৩ইঞ্চি দেওয়া হচ্ছে আমি শুনে ।তাৎক্ষানিকভাবে এই সড়ক নির্মাকাজ সরজমিনে পরিদর্শন কর্ েশিইিডউল অনুযায়ী ইটের কংক্রিট দিতে নির্দেশ দিয়েছি।আশা করছি এরপর প্রেমতলা-তারুয়া রোডের কাজ একন মান সম্মত হবে।এর ব্যত্যয় ঘটলে ঠিকাদারের বিরোদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুশিয়ারী দেন।