পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবির বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ নিয়ে তিনি টানা দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হলেন।
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৮হাজার ৫শ ৫৪ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়া মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ১৮হাজার ৩শ ৬১ ভোট। আর বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জহিরুল হক খোকন পেয়েছেন ৮হাজার ৯৬ ভোট। অন্যান্য প্রার্থীরা পেয়েছেন ওর্য়াকার্স পার্টি মনোনীত মোঃ নজরুল ইসলাম হাতুড়ী প্রতীকে ৩শ ৮৫ ভোট, ইসলামি আন্দোলন মনোনীত মোঃ আবদুল খালেক হাতপাখা প্রতীকে ৯শ ৪০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আবদুল করিম নারিকেল গাছ প্রতীকে ১৪শ ৪৮ ভোট।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের ফলাফল ঘোষণা করে বলেন, সার্বিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ৪৮টি ভোটকেন্দ্রে ভোটারগণ তাদের ভোট প্রদান করেন। পৌরসভার মোট ১ লাখ ২০হাজার ৫০৪ জন ভোটারের মধ্যে ৫৭হাজার ৭শ ৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নবনির্বাতি মেয়র নবায়ার কবির বলেন,বাষ্ট্রহ্মণবাড়িয়া পৌরবাসী দ্বিতীয়বারেরমত আমাকে মেয়র নির্বাচিত করে যে,দায়ীত্ব দিয়েছে তা আমি যথাযথভাবে পঅরন করার চেষ্টা করব।এজন্য তিনি ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার নাগরিকদের সহযোগীতা কমনা করেন।