বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে। এর ফলে ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিলবে। সংস্থাটির কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএন-সিডিপির চেয়ার টেফারি টেসফাসো গত শুক্রবার রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নিউ ইয়র্কে সিডিপির পাঁচ দিন ব্যাপী ত্রিবার্ষিক পর্যালোচনা সভা শেষে এই ঘোষণা আসে। জাতিসংঘের রীতি অনুযায়ী, কোনও দেশ পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড পূরণে সক্ষম হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায়। বাংলাদেশ দ্বিতীয় বারের মতো মানদণ্ড অর্জনে সমর্থ হওয়ায় তারা এই সুপারিশের আওতাভূক্ত হয়েছে। ১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত পূরণ করে ২০১৮ সালে। তিনটি সূচকের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করে। তিনটি সূচকেই বাংলাদেশ শর্ত পূরণ করে অনেক এগিয়ে গেছে। উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার, যেখানে ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৮২৭ ডলার। মানবসম্পদ সূচকে উন্নয়নশীল দেশ হতে ৬৬ পয়েন্টের প্রয়োজন; সেখানে বাংলাদেশের পয়েন্ট এখন ৭৫.৩। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে কোনও দেশের পয়েন্ট ৩৬ এর বেশি হলে সেই দেশকে এলডিসিভুক্ত রাখা হয়, ৩২ এ আসার পর উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন হয়। সেখানে বাংলাদেশের পয়েন্ট এখন ২৫ দশমিক ২ -এ নেমেছে।
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বড় খুশির খবর। এটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির সাক্ষ্য দেয়, সন্দেহ নেই। তবে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হওয়ার পর বাংলাদেশকে কিছু কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। এর বহুমাত্রিক প্রভাব মোকাবেলা করতে হবে আমাদের। যেমন- বাংলাদেশকে বিশ্ববাণিজ্যে বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়তে হবে। প্রশ্ন হল, এজন্য আমরা কতটা প্রস্তুত? বিশ্ববাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, স্বল্পোন্নত দেশগুলো বাণিজ্যক্ষেত্রে উন্নত দেশগুলোর কাছ থেকে কিছু সুযোগ-সুবিধা পেয়ে থাকে- যেমন, শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা, জিএসপি সুবিধা ইত্যাদি। বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় এসব সুবিধা আর পাবে না। উন্নয়নশীল দেশ হিসেবে এলডিসির দেশগুলোর তুলনায় বাংলাদেশকে রফতানির ক্ষেত্রে ৬.৭ শতাংশ বেশি শুল্ক পরিশোধ করতে হবে। এ ছাড়া উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশের পর অতিরিক্ত হারে শুল্ক দেয়ার কারণে বাংলাদেশ বিপুল পরিমাণে রফতানি হারাতে পারে। স্বভাবতই এটি দেশের অর্থনীতির জন্য একটি সতর্কবার্তা। এ আশঙ্কার কথা মাথায় রেখে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এ লক্ষ্যে সক্ষমতা অর্জনের জন্য যা যা করা দরকার, তা করতে হবে। বাস্তবতা হল, দেশে বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ এখনও ব্যবসাবান্ধব নয়। উদ্যোক্তাদের পদে পদে আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানি মোকাবেলা করতে হয়। গ্যাস-বিদ্যুৎ-অবকাঠামোগত সমস্যা এখনও প্রকট। কাজেই ব্যবসায়ীরা চাইলেই রাতারাতি সক্ষমতা বাড়াতে পারবেন না। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সবধরনের সমর্থন দিতে হবে। বিষয়টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া প্রয়োজন। এ ক্ষেত্রে কোনো গাফিলতি যেন না হয়। মনে রাখা দরকার, বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকতে না পারলে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হওয়ার বিষয়টি আমাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে।