সরাইলের শাহবাজপুর ইউনিয়ন। ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কটির দুই পাশে ইউনিয়নটির অবস্থান। তাই ভারতের সীমানা ঘেরা এলাকার লোকজনের নিয়মিত যাতায়ত। মাদক ব্যবসায়িরা এই এলাকটিকে নিরাপদ মনে করেন। আর এ জন্যই এখানকার বাসিন্ধারা নিয়মিত মাদক ব্যবসায়ি ও সেবনকারীদের যন্ত্রণায় অতিষ্ট। ভৌগলিক কারণে শাহবাজপুর এলাকাটি মাদকের একটি বাফার জোন। মাদকের ভয়াল থাবায় শাহবাজপুর ও শাহজাদাপুর ইউনিয়নের অনেক কিশোর যুবকদের জীবন ধ্বংসের পথে। গতকাল রোববার সরাইল উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় এসব বিষয় বলে ক্ষোভ প্রকাশ করেন শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. রাজিব আহমেদ রাজ্জি। তিনি নিয়মিতই মাদকের বিস্তৃতি নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করে থাকেন। তিনি নিজেকে দায়ী করে বলেন, আমরা ব্যর্থ। আমার ইউনিয়নে ও আশপাশে অনেকটা প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা ও সেবন। ভয়াবহ দৃশ্য। চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে ভবিষ্যৎ। যুবক ও কিশোররা আকৃষ্ট হচ্ছে নিয়মিত। করোনা শুরূর পর থেকে আজ পর্যন্ত আমরা মাদকের বিরূদ্ধে পুলিশের কোন দৃশ্যমান অভিযান দেখিনি। বরং স্থানীয় কতিপয় জনপ্রতিনিধি, প্রভাবশালী ব্যক্তি তাদের মদদ দিচ্ছেন। আর অদৃশ্য কারণে পুলিশও এদের বিরূদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। সভায় শুধু বলেই গেলাম। অগ্রগতি চোখে দেখলাম না। এই মূহুর্তে শতভাগ বন্ধ করা সম্ভব হবে না। সকলকে অনুরোধ করে বলছি আসুন অন্তত: কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের থাবা থেকে রক্ষার চেষ্টা করি। সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা এস আই মো. জাকির হোসেন বলেন, সীমান্ত এলাকার নিকটবর্তী হওয়ায় সেখানে মাদক ব্যবসায়ি ও সেবনকারীদের আনাগুনা একটু বেশী। আমাদের পুলিশ সদস্যরা সেখানে নিয়মিত কাজ করছে। ইউনিয়ন পরিষদে পুলিশ অফিস করেছেন। সকলে মিলে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। অবশ্যই মাদক নিয়ন্ত্রণ হবে। মাদকের সাথে পুলিশ কখনো আপস করেনি। ভবিষ্যতেও করবে না। নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: নোমান মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, ৯ ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধিরা।