কুষ্টিয়ার ভেড়ামারা ডায়াবেটিক সমিতি’র উদ্যোগে রোববার ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে র্যালি, ফ্রি মেডিকেল টিম, চক্ষু শিবির, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্র নাথ বিশ্বাস, আ.ফ. ম. নজিবুদ্দৌলা খান, আমিনুর রহমান, আবদুর রাজ্জাক, হাজী আজিজুল হক, সাজেদা খাতুন, মদন গোপাল আগরওয়ালা, পবন কুমার পন্ডিত,ডাক্তার কামরুল ইসলাম, হাসান বিন মাহমুদ ঝন্টু, মাহাবুবুল আলম খান,রওশন আরা বেগম,অধ্যক্ষ আসলাম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,ডাক্তার উপস্থিত ছিলেন।