চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে গতকাল ২৮ ফেব্রুয়ারী রোববার দুপুরে পুলিশ চট্টগ্রামগামী ঢাকা মেট্টো - ঘ-১১-৪১২৮ নং একটি প্রাডো গাড়ীতে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও বহনকারী গাড়ীসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকার আবুল কালামের ছেলে মোক্তার হোসেন(৩১) ও একই এলাকার মোস্তাক আহম্মদের ছেলে রিয়াজ আহম্মদ প্র: রাজু(৩৫)। পরে আটককৃতদেরকে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে কোট হাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার সত্যতা নিশ্চিত করেন।