ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেদে সম্প্রদায়ের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইসলাম নামে এক যুবক আহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ বিজিবি ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌছে ব্যপক লাঠিচার্জ করে। পরে পরিস্থিতি শান্ত হয়। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ পৌরসভায় ভোট গ্রহন চলছিল ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে।