রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে গতকাল রোববার দুপুরে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার অ্যাসোসিয়েশন (বিপিডিএ) এর সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিপিডিএ এর নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও বিপিডিএ এর কেন্দ্রিয় কমিটির মহাসচিব রাকিবুল ইসলাম তুহিন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় বিপিডিএ একটা পেশাজীবি সংগঠন এবং এ সংগঠন ডাক্তার তৈরী করে না। যারা প্রাথমিক চিকিৎসা পেশায় আছেন তাদের সমন্ময়ে সমাজ কল্যাণ মন্ত্রনালয় রেজিঃ নং-ডি/এ-০৩৩৬২/১৯৯৫ এনজিও ব্যুরো ১৪৪০/১৯৯৯ নিবন্ধিত আইএসিআইবি এর সহযোগী সংগঠন। এ সংগঠনটি সাধারন মানুষের পাশে থেকে সচেতনতা সৃষ্টি ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার জন্য সরকারি নির্দেশনা মেনে সংগঠনের তহবিল হতে পিপিই, মাস্ক, গ্লোবস, হ্যান্ড স্যানিটাইজার ক্রয় করে বিপিডিএ এর সদস্যদের মাঝে ফ্রি বিতরন করে বৈশ্যিক মহামারী করোনা মোকাবেলায় গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির প্রাথমিক চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করে আসছে। সম্মেলনে তুহিন অভিযোগ করে বলেন-অর্থ আত্মসাত, মাদকাসক্তসহ বিভিন্ন অভিযোগে সংগঠনের সভাপতি রহমাতুল্লা রনিকে সংগঠন থেকে বহিস্কার করায় তার যোগসাজসে এ সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করার চেষ্টা চলছে। এজন্য কয়েকটি মিডিয়াকে ব্যবহার করে মনগড়া ,ধারনা প্রসুত ও পক্ষপাতমুলক তথ্য সম্বলিত প্রচারনা চালিয়ে শুধুমাত্র এ সংগঠনের ক্ষতিই করেননি, বরং দেশের জনসাধারনকে এই সংগঠনের মুল্যবান সেবা থেকেও বঞ্চিত করেছেন। মহাসচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির সেবামুলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্দেশ্যে সাংবাদিকসহ আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করেন।