উত্তরাঞ্চলে তুলা উৎপাদনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা রংপুর তুলা গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মেজবাহুল ইসলাম কর্মশালায় প্রধান অতিথি ছিলেন।তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. আলহাজ উদ্দিন আহামেম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ। উত্তরাঞ্চলেতুলা উৎপাদনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তুলা উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ মোঃ আবু ইলিয়াস মিঞা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক আবদুল ওয়াহেদ ,তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো ফজলে রাব্বী, তুলা গবেষনা কেন্দ্রের পিসিও কৃষিবিদ মোঃ রেজাউল আমিন।
কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মেজবাহুল ইসলাম তুলা গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন এবং তুলা চাষিদের মধ্যে স্প্রে মেশিন বিতরন করেন।