ঐতিহ্যবাহী ও বানিজ্যিক শহর প্রথম শ্রেণির মর্যাদাপ্রাপ্ত লাকসাম পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। গতকাল লাকসাম পৌরসভা কার্যালয়ে কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভায় সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন সাধারণ সম্পাদক পদে পৌরসভার প্রধান সহকারী মো: আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মো: কাউছার আলম বাবুল, কোষাধ্যক্ষ মো: নুরুল ইসলাম, সদস্য মো: মহিবুর রহমান, সদস্য সনজু রানী মজুমদার, সদস্য মো: নুরে আলম মানিক সহ ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়। সভাপতি পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন বলেন পৌরসভার ৬ষ্ঠ পরিষদের মেয়র অধ্যাপক মো: আবুল খায়ের সহ সদস্য বৃন্দকে জানাই স্বাগত এবং বেতন ভাতাদি, চাকরি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান ও চাকুরি জাতীয়করণের দাবী বাস্তবায়নে এ পরিষদ নিয়ে কাজ করে যাবো।