কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদে অবস্থিত আদদ্বীন অফিসে শনিবার সকাল ১০টা থেকে দিন ব্যাপী আদদ্বীন হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে ্ এ চক্ষু শিবিরে ২২২ জন রোগীর চোখ পরীক্ষা করে এ দের মধ্যে ৬৪ জন চোখে ছানী রোগীকে বাছাই করে। আগামী ১০ই মার্চ আদদ্বীন হাসপাতালের খরচে রোগীর চোখে বিনামূল্যে চোখে ছানি অপারেশন করে চোখে লেন্স সংযোজন করা হবে বলে জানা গেছে। ওই রোগীদের চোখ পরীক্ষা করে ছানী রোগী বাছাইকরেন আদদ্বীনের ডাক্তার শাহীন। এ সময় উপস্থিত ছিলেন আদদ্বীনের ম্যানেজার মোঃ আকুল হোসেন বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আদদ্বীনের সুপারভাইজার মোকারম হোসেন