২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে যশোরের কেশবপুর পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এ পৌরসভায় এটি চতুর্থ বারের মতো নির্বাচন হলেও ইলেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেয়র পদে ৩ প্রার্থী লড়ছেন। তারা হলেন, বিএনপি মনোনীত আবদুস সামাদ বিশ^াস (ধানের শীষ) ,আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র রফিকুল ইসলাম ( নৌকা) ও ইসলামি আন্দোলনের আবদুল কাদের (হাতপাখা)। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৮জন ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী রয়েছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭শ ৭৫ জন। এর মধ্যে ১০ হাজার ২শ ৮ জন পুরুষ ও ১০ হাজার ৫শ ৬৭ জন মহিলা ভোটার।
১ নং ওয়ার্ডে আতিয়ার রহমান (উটপাখি), লিটন গাজী (টেবিল ল্যা¤প) ও সোহেল হাসান (পানির বোতল ) এখানে একই দলের ২জন প্রার্থী থাকায় পানির বোতলের প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে অভিমত। ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মশিয়ার রহমান (পানির বোতল) ও হাবিবুর রহমান (উটপাখি )। ৩ নং ওয়ার্ডে ১১ জন প্রার্থী রয়েছেন এ মুহিুর্ত্বে জরিপে শওকত হোসেন ও জি এম কবীরের বিতর প্রতিদ্বন্ধিতার আভাস মিলেছে। প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর জামাল উদ্দিন সরদার (ফাইল কেবিনেট), জি এম কবীর (উটপাখি), শেখ কামরুজ্জামান (পানির বোতল), নাছির উদ্দীন (পাঞ্জাবি), মোরশেদ আলী (ব্ল্যাক বোর্ড), আবদুর রাজ্জাক( টিউব লাইট), মশিয়ার রহমান( ব্রিজ), প্রদীপ চক্রবর্ত্তী (ডালিম), শওকত হোসেন( ঢেঁড়স), মনিরুজ্জামান (টেবিল ল্যা¤প )ও আজিবর মোড়ল (গাজর) প্রতীক এ ওয়ার্ডে ১০ জন প্রার্থী আওয়ামী লীগের ও একজন বিএনপির প্রার্থী রয়েছেন। ৪ নং ওয়ার্ডে কুতুব উদ্দিন বিশ্বাস (ডালিম) ,আফজাল হোসেন বাবু (পানির বোতল)ও জাহাঙ্গীর আলম পেয়েছেন (উটপাখি) প্রতীক। ৫ নম্বর ওয়ার্ডে শহিদুজ্জামান বিশ্বাস (উটপাখি) ও মেহেদী হাসান (পানির বোতল)। ৬ নং ওয়ার্ডে জাকির হোসেন (পানির বোতল) ,আনিছুর রহমান (পাঞ্জাবি )ও মনোয়ার হোসেন (উটপাখি)। ৭ নং ওয়ার্ডে ওয়াজেদ খান ডবলু (ডালিম), কামাল খান (পাঞ্জাবি), আক্তারুজ্জামান (পানির বোতল) ও মানিক লাল সাহা পেয়েছেন (উটপাখি) প্রতীক। ৮ নং ওয়ার্ডে আবদুল হালিম মোড়ল (ডালিম), মফিজুর রহমান খান (উটপাখি), সেলিম খান( টেবিল ল্যা¤প), আমিনুল ইসলাম (পানির বোতল), খন্দকার মফিজুল ইসলাম (ব্রিজ), মিজানুর রহমান (পাঞ্জাবি)ও আবদুল গফুর মোড়ল (ব্ল্যাক বোর্ড )। নয় নম্বর ওয়ার্ডে এস এম এবাদত সিদ্দিক বিপুল (পানির বোতল), আবদুল বারিক বিশ্বাস (ব্রিজ)ও আবুল কালাম আজাদ (উটপাখি)।
সংরক্ষিত ৩টি আসনে রয়েছেন ১৩ প্রার্থী। সংরক্ষিত ১নং ওয়ার্ডে মেহেরুন্নেছা (আনারস), রাশিদা খাতুন (চশমা),খাদিজা খাতুন (জবাফুল), মঞ্জুয়ারা বেগম( অটোরিক্সা)। সংরক্ষিত ২ নং ওয়ার্ডে আছিয়া খাতুন পেয়েছেন (জবাফুল), আছমা খাতুন (আনারস), শাহানা কবির (চশমা) ও রুপা আইচ (টেলিফোন )প্রতীক। সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে মনিরা খানম (জবাফুল), তহমিনা বেগম (বলপেন) আছমা খাতুন (চশমা), জাহানারা খানম( টেলিফোন) ও রিক্তা খাতুন আনারস প্রতীক নিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এ দিকে রাত পোহালেই ভোট আর এ ভোটকে মর্যাদার লড়াই হিসেবে দেখছেন প্রার্থীরা। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাস বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট হলে বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ ্অশাবাদী। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম মোড়ল জানান, কেশবপুর পৌর সভা এলাকার মানুষের উন্নয়নে তিনি কাজ করেছেন। আধুণিক ও নন্দিত পৌরসভা গঠণে তিনি সক্ষম হয়েছেন। এবারের নির্বাচনে তিনি বিজয়ের ব্যাপাওে শতভাগ আশাবাদি। কেশবপুর পৌর ষবার ২০ হাজার ৭৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নগর পিতা নির্বাচন করবেন। সহকারি রির্টাণিং কর্মকর্তা উপজেল া নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন জানান, সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠাণের সার্বিক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙাকলা বাহিনী মোতায়েন থাকবে। সে সাথে থাকছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মোবাইর টীম।অ পুলিশের পাশাপাশি র্যাব, আনসার প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে।