ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নৌকা প্রতিকের আশরাফুল আলম আশরাফ, ধানের শীষ প্রতিকের আলহাজ¦ মাহবুবার রহমান, স্বতন্ত্র প্রার্থীী নারিকেল গাছ প্রতিকের এনামুল হক ইমান ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের নুরুল ইসলাম।
কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে দায়িত্বপালনকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ২১ জন, ১৩৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ও ২৭০ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
নির্বাচন উপলক্ষে এলাকায় ২১০ জন পুলিশ, ১৯৮ জন আনসার সদস্য ও তিন প¬াটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পৌরসভাটিতে ভোটার সংখ্যা ৪০ হাজার ৫৭৭।