পিরোজপুরের নাজিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলার শেখ রাসেল ষ্টেডিয়াম থেকে এ দৌড় প্রতিযোগীতা শুরু হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাখাওয়াত জামিল সৈকত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে অংশগ্রহণ করেন নাজিরপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, নাজিরপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. আবদুস সালাম, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার প্রমুখ। এ দৌড় প্রতিযোগীতা উপজেলার কবিরাজ বাড়ি পর্যন্ত গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, প্রায় দেড় হাজার প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেন। এ ছাড়া আরো অতিরিক্ত প্রায় ৬/৭ শত প্রতিযোগী অংশগ্রহণ করেন। এসব প্রতিযোগীদের অধিকাংশই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারী।