নোয়াখালীর সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের একটি বাঁশ ঝাড়ের নিছ থেকে মোঃ মিরাজ হোসেন ( ১৬) নামে ৯ শ্রেনীর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। মিরাজ সেনবাগ উজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের কামলা বাড়ির মৃত স্বপন মিয়ার ছেলে ও স্থানীয় শিবপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণীরর শিক্ষার্থী ছিলো।
নিহত মিরাজ তার মা ও ছোট ভাই সহ ফতেহপুর বকান্দজ বাড়ী (বেতাকিয়া বাড়ির) দ্বীন ইসলামের ঘরে ভাড়া থাকতো। শুক্রবার সন্ধ্যায় মিরাজ পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার শিবপুর চুন ব্যাপারী বাড়িতে প্রাইভেট পড়নোর জন্য বাড়ি থেকে বের হয়। এরপর সে আর রাতে বাড়িতে পেরেনী। তার মা মিনা বেগম রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান করতে পারেনী। পরে শনিবার ভোরে তাকে খোজার জন্য বের হলে তাদের ভাড়া বসতঘরের একশত গজ দুর্ েএকটি পুকুর পাড়ের বাঁশ ঝাড়ের নিছ মিরাজের মৃতদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। পরিবারের লোকজনের দাবী মিরাজ মৃগী রোগে আক্রান ছিলো।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আবদুল বাতেন মৃধা জানান এধরনের কোন ঘটনা কেউ থানায় জানায়নি।