নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও জেলা পরিষদ সদস্য রেজিয়া আক্তার বকুলের পিতা, আওয়ামী লীগ নেতা শেখ আহম্মদ শেকু মিয়া (৮০) শনিবার ভোর সাড়ে ৫টার সময় পৌরসভার অজুর্নতলা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। তিনি দীর্ঘ কয়েক মাস যাবত বিভিন্ন রোগে অসস্থ্য ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। শনিবার বাদ জোহর মুরহুমের নিজ বাড়ির দরজায় জায়নাজার নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জায়নাজায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার সহ বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুল সংখ্যক মানুষ অংগ্রহণ করে।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে-নোয়াখালী-২সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনের এমপি আলহাজ¦ মোরশেদ আলম, সাবেক বিরোর্ধীদলীয় চিপহুইপ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহম্মদ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সানজী গ্রুপের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক ও সেনবাগ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।