অনিয়মই এখন নিয়মে পরিণত হয়েছে জয়পুরহাটের ক্ষেতলাল সমাজ সেবা কার্যালয়ে। সুস্থ মানুষকে প্রতিবন্ধী বানিয়ে ভাতা প্রদান করছে। এসব কাজে নি¤œ কর্মচারীরা বাধা দিলে মারধর, লাঞ্চনাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে।
সরেজমিন অনুসন্ধানে পাওয়া যায়, ক্ষেতলাল উপজেলা সদরের সিরাজুল ইসলামকে দৃষ্টি প্রতিবন্ধি দেখিয়ে এবং তার স্ত্রী করিমন পায়ে মাঝে মধ্যে ব্যথা পান এমন সমস্যা দেখিয়ে সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের যোগসাজসে একই পরিবারের স্বামী,স্ত্রী দু’জনকে ভাতা সুবিধা দিয়েছে। পাশেই রসালপাড়া মহল্লার কারিমা কয়েক বছর আগে পড়ে গিয়ে তার একটি হাত ভেঙ্গে গিয়েছিল। চিকিৎসায় এখন সে সুস্থ্য, তাকে শারীরিক প্রতিবন্ধি দেখিয়ে ভাতা প্রদান কারা হচ্ছে। উপজেলার বড়াইল ইউনিয়নের কুসুম শহর গ্রামের রেজাউল ইসলামের দুই স্ত্রী বড় বৌ লাভলী তাকে স্বামী পরিত্যক্তা ভাতা ও ছোট বৌ মোর্শেদা তার চোখের কোন সদস্যা না থাকলেও তাকে দৃষ্ঠি প্রতিবন্ধি দেখিয়ে ভাতা দেওয়া হচ্ছে। শুধু এরাই নয় এমন আরও অনেক সুস্থ মানুষের নিকট থেকে ব্যক্তিগত সুবিধা নিয়ে অসুস্থ বানিয়ে করে দিয়েছে প্রতিবন্ধী ভাতা।
প্রসঙ্গ: গত ৯ জানুয়ারী ইউনিয়ন সমাজকর্মী আমিনুল ইসলাম এর নিকট নিয়ম বহিভূত ভাবে ইউনিয়ন প্রকল্প মজুদের ১ লক্ষ ৮০হাজার টাকা অতিরিক্ত থাকে। সেই টাকা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান ব্যাংকে জমা দিতে বলেন ওই সমাজকর্মীকে। এ নিয়ে ওই কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে সমাজসেবা কর্মকর্তা ওই কর্মচারীকে সাটের কলার ধরে চেয়ার থেকে উঠিয়ে ঘাড়ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন এবং লাঞ্চিত করেন। নিরুপায় হয়ে বিষয়টি তিনি বাংলাদেশ সমাজসেবা কর্মচারী অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে জানান। এ ঘনটার প্রায় এক ঘন্টার মধ্যে সমাজসেবা কর্মচারী এসোসিয়েশনের ১০-১২ জনের একটি দল ক্ষেতলাল সমাজসেবা অফিসে আসেন। অ্যাসোসিয়েশনের লোকজনদের দেখে সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান দৌড়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে আশ্রয় নেন। অ্যাসোসিয়েশনের লোকজনও ওই কর্মকর্তার পিছে পিছে ধাওয়া দেন। এ সময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচাীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ক্ষেতলাল থানা পুলিশকে খরব দিলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে বিভাগী তদন্ত হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ প্রকৃত প্রতবন্ধীরা প্রতিবন্ধী ভাতা না পেলেও সুস্থ মানুষেরা প্রতিবন্ধী ভাতা গ্রহন করছেন। এতে ক্ষুব্ধ তারা। রক্ষকরা যদি ভক্ষক হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়। তাই সঠিক তদন্তে দোষীদের শাস্তির দাবী সবার।
প্রতিবন্ধী ভাতা গ্রহনকারীরা সিরাজুল ইসলাম বলেন, সমাজ সেবা অফিসারের সাথে যোগাযোগ করে আবেদন করেছিলাম সেই আমাদের স্বামী স্ত্রীর ভাতার ব্যবস্থা করে দিয়েছে।
পৌরসভার রসালপাড়া মহল্লার কারিমা বলেন, গাঁয়ের মুক্তিযোদ্ধার সাথে যোগাযোগ করে হামার কার্ডটা এ বছর হচে। তোমরা এলা শোনোচিন ছবি তোলচিন হামার কার্ড বাতিল হবে না’ত।
ক্ষেতলাল উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী নাসরিন আক্তার বলেন, প্রতিবন্ধী জরিপের ক্ষেত্রে ডাক্তারের কাছে না পাঠিয়ে উনি নিজে নিজেই প্রতিবন্ধীর ফরমে ডাক্তারের স্বাক্ষর ও ডাটা এন্ট্রি করে। অনিয়ম করে ভাতা কার্ড প্রদানে তারা বাধা দিলে চাকরির ভয় ভীতি দেখায়।
অপর অফিস সহকারী আমিনুল ইসলাম বলেন, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান কারও কোন কথা কানে তোলেন না তিনি। নিজের খেয়াল খুশিমত অফিস চালায়। অনিয়ম করে ভাতা কার্ড প্রদানে তারা বাধা দিলে চাকরির ভয় ভীতি দেখায় মারধরসহ লাঞ্চনার শিকার হতে হয়।
অভিযোগের তীর যার দিকে, ক্ষেতলাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, এ বিষয়ে বারবার অফিসে গিয়েও সাক্ষাৎ মিলেনি তার সাথে। তবে তার মোবাইল ফোনে ডাক্তারের স্বাক্ষরের কথা জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বলেন, ডাক্তারের স্বাক্ষর আমি করতে যাব কেন ? এসব তালিকা’ত ইউনিয়ন পরিষদের ইউনিয়ন কমিটি থেকে পাই।
উপ-পরিচালক জেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসিম বলেন, কোন অন্যায় অনিয়ম দূর্নীতিকে আমরা প্রশ্রয় দেই না এবং দেবও না। কোন কিছুতে অনিয়ম এর অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।