চরের অসহায় মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রংপুরে বারী চ্যারিটি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে গঙ্গাচড়া উপজেলা লহ্মীটারী ইউনিয়নে সংস্থার নির্মাণাধীন কার্যালয় প্রাঙ্গনে নির্বাহী পরিচালক আসেফ বারী টুটুলের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি। বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, লহ্মীটার ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল হাদী বারী চ্যারিটি ফাউন্ডেশনের সহকারী নির্বাহী পরিচালক আবু বকর মোঃ বারী মিঠু, পরিচালক মুনমুন হাসিনা বারী, রাফিয়া আক্তার, নাসিমা ইয়াসমিন, মেহজবীন ইয়াসমিন, রাজিয়া সুলতানা জুঁইসহ অন্যরা। এ সময় জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সাংবাদিকসহ গঙ্গচাড়া লহ্মীটারী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অসহায় শিশুদের মাদ্রাসা শিক্ষা প্রদান, এতিম খানা ও দাতব্য চিকিৎসা কেন্দ্র ভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান নির্মাণের লক্ষ্যে সংস্থার কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।