ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা নামক স্থানে তিন মোটর সাইকেলের সংঘর্ষে শিমুল বিশ্বাস (২৮) ও কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের আকরাম হোসেন(৪০) নামে ২ যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন। এরমধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
শুক্রবার বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুল বিশ্বাস কোটচাঁদপুর পৌরসভাধীন দুধসর গ্রামের হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। আহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামের দুখীরাম সাহা, আলী হোসেন ও তার ছেলে সজীব হোসেনসহ আরও একজন।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ বলেন, নিহত শিমুল বিশ্বাস মোটর সাইকেল যোগে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাতবিলা তেল পাম্পের সামনে পৌছালে কালীগঞ্জগামী একটি যাত্রীবাহি বাস ক্রসের সময় বাসের পিছন থেকে একটি মোটর সাইকেল বাসটিকে অভার টেকিং করতে যায়। ফলে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরো জানান, এ সময় কালীগঞ্জের দিক থেকে আসা অন্য একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিমুল মারা যায়। এ সময় আহত হয় আরো চার মোটর সাইকেল আরোহী।